01710-636667 twinsoftbd@gmail.com

News Image

জিবিকা প্রকল্প ডিজিটালাইজেশন

২৮-০৭-২০২০ তারিখে ব্র্যাক এবং শেভরনের (একটি বৃহত্তর গ্যাসক্ষেত্র পরিচালিত কোম্পানি) যৌথ উদ্যোগে সহযোগী প্রকল্প জিবিকা প্রকল্প ডিজিটালাইজেশন উপলক্ষে অনলাইন কনফারেন্সের মাধ্যমে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুইনসফট সল্যুশন বাংলাদেশ এর পক্ষ থেকে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জনাব মোঃ নাজমুল হক, জিবিকা প্রকল্পটির পিসি-জিবিকা/আইডিপি সম্মানিত জনাব আ স ম সোফরুল ইসলাম, অরিন্দম বালা আইডিপি/ব্র্যাক, শরিফুল ইসলাম আইডিপি/ব্র্যাক, মিসেস অহনা আজাদ আইডিপি/ব্র্যাক এবং  সম্মানিত সমবায় অফিসার ও ই-সমবায় সফটওয়ারের ইনোভেটর জনাব মোঃ ফারুক আলম। জীবিকা প্রকল্পের আওতাধীন ভিডিও গুলোকে কিভাবে ই-সমবায় সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ডিজিটাইজেশন করা যায় এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচলা হয়। প্রাথমিকভাবে ১৫টি ভিডিও তে পরীক্ষামূলকভাবে ই-সমবায় সফটওয়ারের মাধ্যমে জিবিকা প্রকল্পটির কার্যক্রম শুরু হবে একটি সিদ্ধান্ত হয় এবং পরবর্তীতে ধীরে ধীরে অন্যান্য ভিডিওতে এই কার্যক্রম শুরু করবে বলে আলোচনা হয়।

Recent news

Follow us